সমাজের আলো :  কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন বিশ্বের ১০ কোটি ৩১ লাখ ২৫ হাজার ২৩৪ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২২ লাখ ২৯ হাজার ২৩৪ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৭ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৪২ জন।রোববার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৫০ হাজার ৩৮১ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ৯৫০ জন।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি সাত লাখ ৪৭ হাজার ৯১ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৩১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৪ লাখ ২২ হাজার ১০৯ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৩ হাজার ৯৭১ জনের। তবে ৭৯ লাখ ৯৮ হাজার ২৪৬ জন সুস্থ হয়েছেন।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ আর মৃত্যুর দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৩২ হাজার ৮০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭২ হাজার ৬৯৭ জন। এরই মধ্যে ৩২ লাখ ৭৯ হাজার ৯৬৪ জন করোনা থেকে আরোগ্য লাভ করেছেন।আক্রান্তে পঞ্চম ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ লাখ ৯৬ হাজার ৮৮ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ৫ হাজার ৫৭১ জন। তবে গত তিনদিন ধরে সুস্থতার কোনো আপডেট তথ্য ওয়ার্ল্ডোমিটারে মেলেনি।উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *