সোহরাব হোসেন সবুজ, কালিগঞ্জ থেকে : কালিগঞ্জ উপজেলার নলতা ইউপির মাঘুরালীতে মরহুম অালহাজ্জ আবুল হোসেন সরদার প্রতিষ্ঠিত এবং প্রয়াত শিক্ষক মো: ছিয়ামত আলী বিশ্বাসের সন্তানদের দ্বারা বহুতল ফাউন্ডেশনযুক্ত নির্মিত একতলা ও সম্মিলিতভাবে নির্মিত ২য় তলা বিশিষ্ট উত্তর মাঘুরালী জামে মসজিদের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গতকাল মসজিদে মুসল্লীদের উপস্থিতিতে জুমা’র নামাজের পূর্বে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য কার্যকরী ও উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। উত্তর মাঘুরালী জামে মসজিদের নবগঠিত কার্যকরী পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট কর্মকর্তারা হলেন- মো: হাবিবুর রহমান (সভাপতি), আরশাদ আলী মোল্লা ও এড. মনিরুল ইসলাম মইনুর (সহ-সভাপতি), মো: নজরুল ইসলাম সরদার (সাধারণ সম্পাদক), প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন) ও মো: হারুন-অর-রশিদ (যুগ্ম-সম্পাদক), মো: আলিমুজ্জামান শাহীন (কোষাধ্যক্ষ), মো: সাইদুল ইসলাম সরদার, (সাংগঠনিক সম্পাদক), মো: আমজাদ হোসেন বিশ্বাস (দপ্তর সম্পাদক), মো: মোক্তার হোসেন বিশ্বাস ও আলহাজ্জ মো: মুজিবর রহমান সরদার (ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক), মো: আফতাব উদ্দীন সরদার ও মো: আকবর হোসেন মিস্ত্রি (প্রচার সম্পাদক) এবং পেশ ইমাম মাওলানা মো: ফারুক হোসেন, মো: নজরুল ইসলাম সরদার, মো: রেজাউল ইসলাম (বাসাবাড়ী, চাঁদপুকুর) ও মো: আমির হোসেন বিশ্বাস ( নির্বাহী সদস্য)। উত্তর মাঘুরালী জামে মসজিদের ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সম্মানিত ব্যক্তিগণ হলেন- মো: বাহার আলী সরদার, মো: নূরালী সরদার, মো: আব্দুল গফ্ফার বিশ্বাস, স্থানীয় মুসলিম ইউপি সদস্য, আলহাজ্জ মো: আব্দুস সাত্তার সরদার, মো: ওহাব আলী সরদার, এস এম আজহারুল হক, মো: আব্দুর রাজ্জাক সরদার, মো: আব্দুল খালেক সরদার, মো: আব্দুস সবুর সরদার ও মাওলানা মো: ফজলুল হক। উল্লেখ্য, অত্র জামে মসজিদের সভাপতি মো: তুহিন ইকবাল এর নেতৃত্বাধীন মেয়াদোত্তীর্ণ কমিটি গত ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার জুমা’র নামাজের পূর্বে বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যকরী ও উপদেষ্টা পরিষদ গঠনের লক্ষে সর্বসম্মতিক্রমে ২ সপ্তাহের জন্য আলহাজ্জ মো: আরশাদ আলী মোল্লা কে আহবায়ক এবং প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন) কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।




Leave a Reply

Your email address will not be published.