সমাজের আলো : বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের মৃত্যু গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তার। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও লম্বা কুকুর ফ্রেডির কথা। তবে শোকের সংবাদটি হলো ইংল্যান্ডের এসেক্সের এই কুকুরটি মারা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে ফ্রেডির মালিক ক্ল্যাইরি স্টোনমেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্রেডির উচ্চতা পায়ের পাতা থেকে পিঠ পর্যন্ত ১০৩.৫ সেন্টিমিটার। মানুষের শরীর বেয়ে দাঁড়াতে গেলে তার উচ্চতা হতো ৭ ফিট ৫.৫ ইঞ্চি। গিনেজ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানায়, সাড়ে আট বছর আয়ু পেয়েছিল গ্রেড ডেন প্রজাতির কুকুরটি। এ প্রজাতির কুকুর সাধারণত ৮ থেকে ১০ বছর পর্যন্ত বাঁচে। এদিকে কুকুরের মালিক শোকাহত ক্ল্যাইরি স্টোনমেন জানান, চোখের পানি ধরে রাখতে তাঁর কষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘সে শুধু লম্বাই ছিল না, তার হৃদয়ও ছিল অনেক বড় ও ভালোবাসায় পূর্ণ।’ স্টোনমেন আরো বলেন, ‘সে ছিল আমার জীবন। আমার আনন্দ ও বিরক্তিও। আমার সুখ ও দুঃখ ছিল তাকে ঘিরেই।’ অন্যদিকে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের এডিটর ইন চিফ ক্রেইগ ফ্লেন্ডেও জানিয়েছেন, ‘ফ্রেডি এতটাই ভালো ছিল যে তার উপস্থিতি সুন্দর সময়ের সাক্ষ্য দিত।




Leave a Reply

Your email address will not be published.