সমাজের আলো : ফাহিম আশরাফ আর অধিনায়ক রিজওয়ানের ব্যাটিং দৃঢ়তায় নিউজিল্যান্ডের বিপক্ষে ফলোঅন এড়াল পাকিস্তান। মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড এগিয়ে আছে ১৯২ রানে। পাকিস্তানের প্রথম ইনিংসে শেষ হয় ২৩৯ রানে। এক উইকেটে ৩০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে পাকিস্তান। প্রথম সেশনে তিন কিউই পেসার সাউদি-বোল্ট-জেমিসনদের দাপটে ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। দলীয় ৫২ রানেই ৫ উইকেট হারায় সফরকারী দল। তবে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে শুরু হয় পাকিস্তানের ফলোঅন এড়ানোর লড়াই। ফাওয়াদ আলম দ্রুত ফিরে গেলে অধিনায়ক সঙ্গী হিসেবে পান ফাহিম আশরাফকে। প্রায় এক সেশন ব্যাটিং করেন এই দুই ব্যাটসম্যান। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়ে রিজওয়ান আউট হন ৭১ রানে। তবে ফাহিম ফলোঅন এড়ানোর সংগ্রাম চালাতে থাকেন। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। দিনের খেলা শেষ হওয়ার আগে তার ব্যাটেই ফলোঅন এড়ায় পাকিস্তান। ক্যারিয়ার সেরা ৯১ রান কোরে আউট হন আশরাফ। পাকিস্তান ২৩৯ রানে অলআউট হলে শেষ হয় দিনের খেলা।




Leave a Reply

Your email address will not be published.