যশোর অফিস :  জমি কেনার নামে বায়না করে এখন টাকা না দেয়ার অভিযোগে বড় ভাই রুহুল আমিনসহ (৫৫) দুইজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন জয়তুন খাতুন (৪৫) নামে এক নারী। তিনি সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। আসামি মনিরুল কচুয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
এছাড়া অপর আসামির নাম আমিন মিয়া (৪৮)। তিনি ওই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
জয়তুন খাতুন এজাহারে উল্লেখ করেছেন, তিনি কার পিতার বাড়ির ৪৮ শতক জমি পান। ওই জমির বর্তমান মূল্য ৪০ লাখ টাকা। আসমি রুহুল আমিন ওই জমির মূল্য ৯ লাখ টাকা দাম ধরে তার কাছ থেকে বায়না মূল্যে ননজুডিসিয়াল স্ট্যাম্পে সাক্ষর করিয়ে নেয়। বায়না দেয়া হয় সাড়ে ৩ লাখ টাকা। পরবর্তীতে আরো ৩ লাখ ১০ হাজার মোট ৬ লাখ ৬০ হাজার টাকা দেয়। কিন্তু বাকি টাকা না দিয়ে আসামি জমি রেজিস্ট্রি করে দেয়ার জন্য চাপ দিকে থাকে। ৬ মাস সময় নিলেও বাকি ২ লাখ ৪০ হাজার টাকা দিতে তালবাহানা করতে থাকে। জমি ফেরৎ চাইলেও জমি দিতে অস্বীকার করে। গত ১৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে তিনি বাড়িতে যান এবং টাকা চান। কিন্তু টাকা দেবে না বলে জানিয়ে দেয়। জমিও দখলে রেখে দিয়েছে। অপর আসামির সহযোগিতায় তার ভাই কার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *