সমাজের আলো : নোয়াখালীতে গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার দাবিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট সংলগ্ন (শহীদ স.ম আলাউদ্দিন চত্বর) এর সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ মুনসুর রহমান এর সভাপতিত্বে ও সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক শরিফুল্লাহ কায়সার সুমন, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়াহাব খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, চ্যানেল টুয়েন্টিফোর এর আমিনা বিলকিস ময়না, আলী নূর খান বাবুল, এসএম শহীদুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সৌরভ প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ” বার্তা বাজার ” এর নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক বুরহানউদ্দিন মুজাক্কির কে নির্মম ভাবে গুলি করে হত্যা কান্ডের ঘটনার জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচারে দাবি জানানো হয়। উল্লেখঃ গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়। গুলিতে তার মুখের নিচের অংশ এবং গলা ঝাঁজরা হয়ে যায়।




Leave a Reply

Your email address will not be published.