সমাজের আলো : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের কাচিকাটা এলাকা থেকে দুই মৎস্যজীবীকে বাঘে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। তাদের সঙ্গে থাকা আরেকজন জেলে বিষয়টি ফোনে জানিয়েছেন। তবে তাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে তারা আক্রমণের শিকার হন। বাঘে ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে রতন (৪২) ও একই গ্রামের মনো মিস্ত্রীর ছেলে মিজানুর রহমান (৪০)। ওই ঘটনা জানানো আরেক ব্যক্তি সাত্তারের ছেলে আবু মুসা (৪১)। তাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, সুন্দরবনের মধ্যে খালে কাঁকড়া ধরার জন্য যায় রতন, মিজানুর রহমান ও আবু মুসা। তারা তিনজন একত্রে ছিলেন। সন্ধ্যার পর আবু মুসা মোবাইল ফোনের মাধ্যমে জানায়, রতন ও মিজানুরকে কাচিকাটা এলাকা থেকে বাঘে ধরে নিয়ে গেছে। আমি চেষ্টা করেও উদ্ধার করতে পারিনি। তাদের খুজে পাচ্ছি না। এরপর থেকে তার ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তারও সন্ধান মিলছে না। তিনি বলেন, ‘ঘটনাটি আমি গতকাল রাত ৯টার দিকে কৈখালী ফরেস্ট স্টেশন ও বিজিবিকে অবহিত করেছি।




Leave a Reply

Your email address will not be published.