সমাজের আলো : হেরেও সিরিজ জিতল টাইগাররা
আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করে করে ফেলেছিল স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তামিম, সাকিব, নাঈম, আফিফরা দায়িত্বশীল ব্যাটিং করতে পারলে লঙ্কানদের হোয়াইটওয়াশ করা যেত। শেষমেশ সান্ত্বনার জয় পেল লঙ্কানরা।হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে শুক্রবার (২৮ মে) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা। বিরূপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর টস হয়।
বাংলাদেশের এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পান নাইম শেখ। ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে একাদশে ছিলেন তাসকিন আহমেদ।অন্যদিকে চার পরিবর্তন নিয়ে নামে শ্রীলঙ্কা। উইকেটরক্ষক হিসেবে ফেরেন নিরোশান ডিকওয়েলা। এছাড়া তিনজন ক্রিকেটারের অভিষেক হয় এ ম্যাচে। রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে এবং বিনুরা ফারনান্দোর অভিষেক হয় এই ম্যাচে।




Leave a Reply

Your email address will not be published.