সমাজের আলো। ।বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলোয়াড়দের নিয়ে ড্রাফট চলছে। চার ক্যাটাগরি এ, বি, সি ও ডি’তে ক্রিকেটারদের রেখে এই তালিকা করা হয়। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে সাকিবকে ১৫ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে জেমকন খুলনা। এই টুর্নামেন্টে খেলবে পাঁচটি দল। এইসব দলের জন্য ইতিমধ্যে পাঁচটি স্পন্সরও ঠিক হয়ে গেছে। স্পন্সরের নাম অনুযায়ী গড়া হয়েছে দলও। পাঁচটি দল হলো- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রত্যেক দলে থাকবেন ১৬ জন করে ক্রিকেটার। কে কোন দলে বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি গাজী গ্রুপ চট্টগ্রাম: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন, এনামুল হক বিজয়, শামিম পাটুয়ারি, আরিফুল হক মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, কোন ক্যাটাগরিতে কত টাকা পারিশ্রমিক পাবেন একজন খেলোয়াড়? সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক ও মোস্তাফিজ ‘এ’ ক্যাটাগরিতে থাকায় তাদের প্রত্যেকের দাম ১৫ লাখ টাকা এ ছাড়া বি- ১০ লাখ টাকা, সি- ৬ লাখ টাকা, ডি- ৪ লাখ টাকা করে পাবে খেলোয়াড়রা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দেখা যাবে টি-স্পোর্টসে।




Leave a Reply

Your email address will not be published.