সমাজের আলো : ব্যাটিংয়ে দাপট দেখানোর পর বোলিংয়েও আধিপত্য বিস্তার করছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বড় ইনিংসের বিপরীতে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করেনি বাংলাদেশ। দলীয় ১১ রানেই সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত বিদায় নিলে তামিম ইকবালের সঙ্গে বড় জুটি গড়তে ধীর ব্যাট করতে থাকেন অধিনায়ক মুমিনুল হক। তামিম-মুমিনুলের ৫২ রানের জুটিতে ছেদ করেন রাকিম কর্নওয়াল। ১৪তম ওভারের শেষ বলে ক্যারিবীয় স্পিনারকে খেলতে গিয়ে জশুয়া ডি সিলভার তালুবন্দি হন মুমিনুল হক। বিদায়ের আগে ৩৯ বলে ২১ করেন টাইগার অধিনায়ক। এক ওভারের ব্যবধানে তামিম ইকবালও ক্রিজ ছাড়েন। ফিফটির দোরগড়ায় থাকা টাইগার ওপেনার আলজারি জোসেফকে খেলতে গিয়ে শেন মোজলের হাতে তুলে দেন। বিদায়ের আগে ৫২ বলে ৪৪ করেন তিনি। ওপেনিংয়ে খেলতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে ক্রিজ ছাড়েন সৌম্য সরকার। শ্যানন গ্যাব্রিয়েলের বল খেলতে গিয়ে শেন মোজলের হস্তগত হন সাকিবের পরিবর্তে খেলতে নামা এই বাঁহাতি। পরের ওভারেই একটি চার হাঁকিয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। গ্যাব্রিয়েলের দ্বিতীয় ওভারে এনক্রুমাহ বনারের হাতে বল তুলে দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শ্যানন গ্যাব্রিয়েল দুই, আলজারি জোসেফ ও রাকিম কর্নওয়াল একটি করে উইকেট নেন।




Leave a Reply

Your email address will not be published.