সমাজের আলোঃ করোনা আক্রান্ত হলেও প্রায় দুই সপ্তাহ পর্যন্ত কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না অনেকের। ফলে, অজান্তেই অন্যদের সংক্রমিত করছেন আক্রান্ত ব্যক্তিরা। তাই শুরুতেই করোনা রোগী চিহ্নিত করার জন্য মানুষের সবচেয়ে কাছের প্রাণী কুকুরকে ব্যবহারের চিন্তা করেন বিজ্ঞানীরা।

ইতিমধ্যেই ফ্রান্সের বিজ্ঞানীরা করোনা রোগী চিহ্নিতের জন্য আটটি কুকুরকে কাজে লাগিয়েছেন। ফ্রান্সের ন্যাশনাল ভেটেরিনারি স্কুল অব আলফোর্ট-এর গবেষকরা আটটি কুকুরের সাহায্যে প্রাথমিক পরীক্ষায় ৯৫ শতাংশ সফলতা পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত আছে।

গবেষকরা বলেছেন, কুকুরের সাহায্যে করোনা রোগী শনাক্ত করা হলে ল্যাব টেস্টের ফল আসার অনেক আগেই রোগীর অবস্থা জানা যায়। ফলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব।

এদিকে চলতি বছরেই যুক্তরাজ্যের বিজ্ঞানিরাও প্রশিক্ষিত কুকুর দিয়ে করোনা রোগী শনাক্তের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। সে ক্ষেত্রে করোনা রোগীর নমুনা এবং সাধারণ মানুষের নমুনার পার্থক্য প্রথমে কুকুরকে তারা বুঝিয়ে দিচ্ছেন। এরপর কুকুরের সাহায্যে করোনা রোগী চিহ্নিতের চেষ্টা করে যাচ্ছেন তারাও।




Leave a Reply

Your email address will not be published.