সমাজের আলো : আদালতগুলোতে প্রথমবারের মতো শুরু হয়েছে গণবদলি। গত ১০ দিনে হাইকোর্টের বিচার শাখা থেকে বিজ্ঞপ্তি দিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে অন্তত ১১২ কর্মচারীকে। এর মধ্যে ২৩ ফেব্রুয়ারি একদিনেই বদলির আদেশ পান ৮২ জন। হঠাৎ করেই সরকারে এমন উদ্যোগে অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে বদলি আতঙ্ক। আইনজীবীরা অবশ্য এটাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এমন উদ্যোগে দুর্নীতি কমবে আদালত অঙ্গনে। কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এখন বদলিভীতি কাজ করবে। তবে আদালতের দুর্নীতি কমাতে হলে কর্মচারীদের নিয়মিত বদলি অব্যাহত রাখার পাশাপাশি কর্তৃপক্ষের মনিটরিংও (তদারকি) বাড়াতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, যাদের বদলি করা হয়েছে তারা চাকরি পাওয়ার পর থেকে একই কর্মস্থলে কাজ করছিলেন। অনেকে একই কর্মস্থলে ছিলেন ২০-২৫ বছর ধরে। বদলিকৃতদের সবাই অবশ্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং বিভাগীয় বিশেষ জজ আদালতের মতো বিশেষ আদালতগুলোয় কর্মরত ছিলেন। কাজ করেন বেঞ্চ সহকারী, রেকর্ড সহকারী এবং স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর হিসেবে। তাদের বদলির পেছনে দুর্নীতি-অনিয়মের সিন্ডিকেট গড়াসহ নানা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ার বিষয়টিই প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণেই এ বদলি।




Leave a Reply

Your email address will not be published.