রবিউল ইসলাম:  ছাত্র/ছাত্রী‌দের আ‌র্থিক অনুদা‌নের অনলাইন আ‌বেদ‌নের না‌মে প্রতারনা শ‌্যামনগর উপ‌জেলার ভেটখালী বাজারসহ বেশ ক‌য়েক‌টি বা‌জারে  ছাত্র/ছাত্রী‌দের আ‌র্থিক অনুদা‌নের অনলাইন আ‌বেদ‌নের না‌মে ছাত্র/ছাত্রী‌দের হয়রানীসহ প্রতারনা কর‌ছে এক শ্রেনীর ব‌্যবসায়ী । জানা যায় মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ , শিক্ষা মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তীর মাধ‌্যমে জানা যায় ছাত্র/ছাত্রী , শিক্ষক/কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদা‌নের জন‌্য অনলাই‌নে আ‌বেদন কর‌তে হ‌বে । এই বিজ্ঞপ্তী‌কে কা‌জে লা‌গি‌য়ে এক শ্রেনীর শিক্ষক ও ক‌ম্পিউটার অনলাইন ব‌্যবসায়ী পুজি করে হাজার হাজার টাকা হা‌তি‌য়ে নি‌চ্ছে। ক‌ম্পিউটার অনলাইন ব‌্যবসায়ী‌দের সা‌থে যোগা‌যো‌গের মাধ‌্যমে স্কুল থে‌কে প্রত‌্যয়ন পত্র দি‌য়ে সেই শিক্ষ‌কের ম‌নো‌নিত প্রতিষ্ঠা‌নে অনলাইন কর‌তে হ‌বে ব‌লে ছাত্র/ছাত্রীসহ অ‌ভিভাবক‌দের ব‌লে দি‌চ্ছে । অপর দি‌কে এ সমস্ত অসাধু ব‌্যবসায়ীরা আ‌র্থিক অনুদা‌নের অনলাইন সাব‌মিট না হ‌লেও প্রতারনার আশ্রয় নি‌য়ে অনলাইন পুরন ক‌রে অথবা ভূয়া ক‌রে ছাত্র/ছাত্রী ও অ‌ভিভাবক‌দের হা‌তে তু‌লে ‌দি‌য়ে মোটা অ‌ঙ্কের টাকা হা‌তি‌য়ে নি‌চ্ছে । আর তা‌দের এ সমস্ত কাজ সহ‌যো‌গিতা কর‌ছে কিছ‌ু দালাল। অনুসন্ধান ও সরজ‌মি‌নে জানা যায় , ২৪ ঘন্টা অনলাই‌নে থে‌কে পরিশ্রম ক‌রে ১/২ টি কাজ সমাপ্ত করা যা‌চ্ছে । তাহ‌লে এ সমস্ত ব‌্যবসায়ীরা কি ভা‌বে নিয়‌মিত অনলাইন ক‌রে হা‌তে তু‌লে দি‌চ্ছে। বিষয়‌টি নজ‌রে নি‌য়ে দ্রুত তদন্ত পূর্বক আইনগত ব‌্যবস্থা গ্রহ‌নের জন‌্য সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের জরুরী হস্ত‌ক্ষেপ কর‌ছেন স‌চেতন মহল ।




Leave a Reply

Your email address will not be published.