সমাজের আলো :  তথ্যপ্রযুক্তি আইনে সাতক্ষীরার সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সদর থানায় এ মামলাটি দায়ের করেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল। মামলায় পত্রিকাটির সম্পাদক আবুল কালামসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে। মামলার নং-৬০। ধারা ডিজিটাল নিরাপত্তা আইন (২০১৮) এর ২৫(২) /২৮(২)/ ২৯(১)/ ৩১(২)। মামলার বিবরণে জানা গেছে, গত ১৫ নভেম্বর ২০২০ তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার অনলাইন ভার্সন (ওয়েবসাইট) এবং পত্রিকার সম্পাদক মোঃ আবুল কালামের নিজ নামীয় ফেসবুক একাউন্টে “ ব্যাপক লুটপাট, দূর্নীতি ও অনিয়মের ফাঁদে ধর্মীয় প্রতিষ্ঠান সাতক্ষীরা আহছানিয়া মিশন” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদের ভিতরে উল্লেখ করা হয়েছে যে, ইসলাম ও পবিত্র কুরআন হাদিস সম্পর্কে যার বিন্দুমাত্র জ্ঞান গর্ভতা নেই তিনি কিভাবে একটি প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক হতে পারে এটা ভাবিয়া তুলিয়াছে এলাকাবাসী ও মুসল্লিদের। মুসল্লিরা প্রশ্ন তুলে বলে, যে ব্যক্তিকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে নিয়মিত দেখা যায়না তিনি কি করে ধর্মীয় প্রতিষ্ঠানের মসজিদের সাধারন সম্পাদক হয়। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের নির্বাহি প্রধান হওয়ার যোগ্যতা রাখ…




Leave a Reply

Your email address will not be published.