সমাজের আলো। ।দশম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসের ২ হাজার ফৌজদারি মামলায় প্রায় এক লাখ আসামির অধিকাংশই গ্রেফতার হয়নি। অনেকে জামিন নিয়ে পলাতক রয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে। আদালত থেকে জামিন না নিয়ে পলাতক আছে, এমন আসামিও রয়েছে পলাতক থাকার তালিকায়। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডে এইসব মামলা হয়। পেট্রোলবোমা, অগ্নিসংযোগ, নাশকতা, ভাংচুর, পুলিশের উপর হামলা, খুনের আসামি তারা। ওই সময়ে তাদের সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন দুই শতাধিক মানুষ। আহত হয়েছেন ৫ হাজারের জনের বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের দায়ের করা ২ হাজার ফৌজদারি মামলার মধ্যে প্রায় অর্ধেক মামলার তদন্তই শেষ হয়নি। দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ বছরের মধ্যে একজন আসামিরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার নজির নেই। ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে রক্তক্ষয়ী সহিংস সন্ত্রাসের হোতা ইন্ধনদাতারা। এরই মধ্যে আবার নতুন করে খোদ রাজধানী ঢাকায় দিনে-দুপুরে জনাকীর্ণ সড়কে আবারও আগুন সন্ত্রাসের ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় অন্তত ৫ শতাধিককে আসামি করে মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিনে রাজধানী ঢাকায় দশ বাসে অগ্নিসংযোগের মোট ১৪টি মামলায় ৩২ জনকে গ্রেফতার করে আদালতের আদেশে ২৮ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করার ঘটনায় দীর্ঘ ৬ বছর আগের মামলাগুলোর তদন্তের চালচিত্রের অবস্থা সামনে এসেছে। ২০১৩ সালে জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব এবং ২০১৫ সালে নির্বাচনের পরও রক্তক্ষয়ী সহিংস আগুনসন্ত্রাসের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে পেট্রোলবোমা হামলা, অগ্নিসংযোগ, নাশকতাসহ সহিংসতার ঘটনায় প্রায় ১ হাজার মামলার চার্জশীট দেয়া হয়েছে। ছয় থেকে সাত বছর আগে ২০১৩ সালের এবং ২০১৫ সালের বিএনপি-জামায়াত জোটের ডাকা সারাদেশের টানা হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমার সহিংসতা ও সংঘটিত নাশকতা মামলাগুলোর তদন্ত ও আসামি গ্রেফতারের ঘটনা চলছে অত্যন্ত শম্ভুক গতিতে। বিএনপি-জামায়াত জোটের ডাকা পেট্রোলবোমা ও নাশকতার ঘটনায় দেশব্যাপী মামলা দায়ের করা হয় দুই সহস্রাধিক মামলা। এর মধ্যে অর্ধেক মামলার তদন্তই শেষ করা যায়নি। ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এসব মামলার ঘটনার মদদদাতা হোতারা। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালে জাতীয় নির্বাচনের আগে-পরে যেভাবে বাসে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করা হয়েছিল, ঠিক সেই একই কায়দায় ঢাকা-১৮ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বাসে আগুন দেয়ার জন্য দুর্বৃত্তরা গানপাউডার ব্যবহার করেছে। ‘আগুন জ্বালাও’, ‘জ্বালাও পোড়াও’ সেøাগানে বাস পোড়ার দৃশ্যে অগ্নিবোমায় ফের মৃত্যু আতঙ্কের পুনরাবৃত্তির ইঙ্গিত দেয়া হয়েছে। ২০১৫ সালে টানা ৯২ দিনের নজিরবিহীন অগ্নিসন্ত্রাস, পেট্রোলবোমা, গানপাউডার সহিংস আন্দোলনের নামে সহিংসতার পর গত সাড়ে পাঁচ বছর রাজপথে আন্দোলন করেনি বিএনপি। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হলেও মাঠে নামেননি দলটির নেতাকর্মী, সমর্থকরা অথচ সেই নেতাকর্মীরাই ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ তুলে রাজধানীজুড়ে বিক্ষোভ করেছে! বিক্ষোভ চলাকালে রাজধানীর দশটি স্থানে একযোগে গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে বিএনপি-জামায়াতের ডাকে হরতালের নামে সহিংস সন্ত্রাস চালানোর অভিযোগে এসব মামলা করেছে পুলিশ। সারাদেশে এসব মামলায় আসামির সংখ্যা ১ লাখের বেশি। এসব পলাতক আসামির অনেকের বিরুদ্ধেই ওয়ারেন্ট জারি করা আছে অথচ গ্রেফতারের জন্য ওয়ারেন্ট তামিলও হচ্ছে না। সহিংস সন্ত্রাস, পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ, নাশকতার মতো অভিযোগের মামলাগুলো দায়ের করা হয়েছে সারাদেশের বিভিন্ন থানায়। এসব সহিংস সন্ত্রাসের নিহত হয়েছেন ২ শতাধিক ও আহত হয়েছেন ৫ হাজারের বেশিসংখ্যক নিরীহ নিরপরাধ মানুষজন। সারাদেশে যে ২ হাজার মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে প্রায় ১ হাজার মামলার তদন্ত শেষে চার্জশীট দেয়া হলেও বিচারে শাস্তি কার্যকর করা সম্ভবপর হয়নি। অপর ১ হাজার ফৌজদারি মামলার তদন্তই শেষ হয়নি। এমনকি এসব মামলার কয়েক হাজার আসামি রয়ে গেছে অধরা




Leave a Reply

Your email address will not be published.