সমাজের আলো : ডিসিস্ট মঙ্গল সরদার। বয়স আনুমানিক ৬০ বছর। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন জলিরপাড় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। একই বাজারে মিষ্টির দোকানের ব্যবসা করতেন তার শ্যালক ক্রিটি। ব্যবসায় ভালো করার কারণে একটি ট্রাক কিনতে চেয়েছিলেন ক্রিটি। সে কারণে আল-আমিন নামে এক ব্যক্তিকে ৩০ লাখ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু আল-আমিন তাকে ট্রাক তো কিনে দেননি, টাকাও ফেরত দেননি। নিজের পাওনা টাকা বার বার তার কাছ থেকে ফেরত চেয়েও পাচ্ছিলেন না ক্রিটি। টাকা নিয়ে ঝামেলার মাঝেও একই এলাকার সুশান্তের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক চলছিল ক্রিটির। একদিন প্রেমিকাকে ভাগিয়ে নিয়ে দুলাভাই ডিসিস্ট মঙ্গল সরদারের বাসায় অবস্থান নেন তিনি। পরবর্তীতে প্রেমিকাকে নিয়ে ক্রিটি ভারত চলে যান। যাওয়ার আগে আল-আমিনকে বলে যান, তার পাওনা টাকা যেন দুলাভাই মঙ্গল সরদারকে দিয়ে দেন। শ্যালক ক্রিটির এই ৩০ লাখ পাওনা টাকা উদ্ধার এবং সুশান্তের স্ত্রীকে ভাগিয়ে নিতে সহায়তা করাই কাল হয় ডিসিস্ট মঙ্গল সরদারের। গত ১১ সেপ্টেম্বর খুন করা হয় তাকে। পরে ১২ সেপ্টেম্বর হাত-পা বাঁধা অবস্থায় মঙ্গলের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যা মামলার এজাহার, সংশ্লিষ্ট কাগজপত্র এবং মামলা সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published.