শেখ সিরাজুল ইসলাম : দীর্ঘ দিনের প্রত্যাশ্যা পূরণে তালা-পাইকগাছা দু’উপজেলা সীমান্তে কপোতাক্ষ নদের শালিখা এলাকায় ব্রীজের অনুমোদন মিলেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সুত্র অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে জানান, অচিরেই শালিখা ব্রীজের টেন্ডার সম্পন্ন হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে অনুর্ধ্ব ১০০ মিটার সেতু প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণে প্রায় ৭ কোটি টাকা ব্যয় বরাদ্দ হয়েছে। ব্রিজটি নির্মিত হলে সাতক্ষীরার তালা উপজেলার বিস্তীর্ণ অঞ্চল ও খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীসহ আশ-পাশের প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।




Leave a Reply

Your email address will not be published.