মোঃ রাহাতুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ- অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন আন্তর্জাতিক শিশু শান্তি বিজয়ী সাদাত রহমান। সাইবার বুলিং এর শিকার হয়ে আত্মহননকারী বিউটি মন্ডলের ছোট ভাই বিপুল মন্ডলকে সাতক্ষীরার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষের সহযোগিতায় আবাসিক ভাবে ভর্তি করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পাবলিক স্কুলের পরিচালক আলাউদ্দিন ফারুকী প্রিন্স ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলি এবং বিপুলের বাবা নিতাই মন্ডলের উপস্থিতিতে বিপুলকে ষষ্ঠ শ্রেণির বাংলা ভার্সনে ভর্তি করা হয়। এসময় সাদাত রহমানের প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমে সহযোগিতা করেন রাহাতুল ইসলাম, ইব্রাহিম খলিল, হোসেন আলী, হাবিব রহমান প্রমুখ। উল্লেখ্য, সাতক্ষীরার তালা উপজেলার খোকসার ১৬ বছর বয়সী বিউটি মন্ডল কিছুদিন আগে সাইবার বুলিং এর শিকার হয়ে আত্মহত্যা করে। দরিদ্র কৃষক পরিবারের সন্তান বিউটি মন্ডল ২০২০ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্তের সাথে উত্তীর্ণ হয়। মেধাবী এই শিক্ষার্থী তারই গ্রামের এক বখাটে ছেলের দ্বারা সাইবার বুলিং এর শিকার হয়ে নিজের সুন্দর জীবন শেষ করে দেয় সাথে সাথে শেষ হয় তার মা বাবার স্বপ্ন। তার মা-বাবার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য বিপুলের পড়াশুনা চালিয়ে যাওয়া অনেক জরুরী। তার এই স্বপ্ন কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান একাত্মতা জানিয়েছিলেন। তার পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য তাকে একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য সাদাত সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন। কলেজ কর্তৃপক্ষ এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আবাসিক ব্যবস্থাসহ বিপুল মন্ডলকে তাদের স্কুলে ভর্তির ব্যবস্থা করার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রতিশ্রুতি বাস্তবায়নকারী সাদাত রহমান মুঠোফোন যোগে সাংবাদিকদের এই আশাবাদ ব্যক্ত করে বলেন বিপুল মন্ডল পড়ালেখা শিখে প্রতিষ্ঠিত হয়ে সাদাত রহমানের মতো দেশের নির্যাতিত মানুষের জন্য কাজ করবে ও বিশ্বের দরবারে নিজেকে নতুন ভাবে উপস্থাপন করতে পারবে।




Leave a Reply

Your email address will not be published.