সমাজের আলো :  অবিশ্বাস্য বোলিং নৈপুণ্য দেখালেন মোস্তাফিজুর রহমান। আর রুদ্ধশাস জয় দিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারায় টাইগাররা। আগে ব্যাটিং শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১২৭/৯। জবাবে পুরো ২০ ওভার ব্যাটিং করে অজিরা ইনিংস শেষ করে ১১৭ রানে। তখনও ক্রিজে ছিলেন অস্ট্রেলিয়ার স্বীকৃত দুই ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি ও ড্যান ক্রিস্টিয়ান। যে কোনো ফরম্যাটের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। শেষ দিকে নিক্তির পাল্লার মতো দুলছিল ম্যাচের ভাগ্য। শেষ ওভারে প্রয়োজন ২২ রান, শেখ মেহেদী হাসানের ওভারের শুরুতেই শর্ট বল পেয়ে ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন অ্যালেক্স ক্যারি। পরের বলে আসে ১ রান। তৃতীয় বলে রান নেই। পরেরটি নো বল করে বসেন মেহেদী। আবার জমে ওঠে নাটকীয়তা। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ জয় করে ম্যাচ শেষ করেন মেহেদি। শেষ ওভার থেকে অস্ট্রেলিয়া নিতে পারে ১১ রান। বাংলাদেশ জয় পায় ১০ রানে। তবে ১৯তম ওভারে মাত্র ১ রান দিয়ে ম্যাচ অস্ট্রেলিয়ার কাছ থেকে অনেক দূরে নিয়ে যান মোস্তাফিজুর রহমান। এদিন উইকেট না পেলেও নিজের চার ওভারের স্পেলে মাত্র ৯ রান দেন বাংলাদেশের ‘বোলিং বিস্ময়’। সেই সঙ্গে টানা তিন ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে রচিত হয় টাইগার ক্রিকেটে নয়া ইতিহাস।




Leave a Reply

Your email address will not be published.