সমাজের আলো : সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে অভয়ারন্য অঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ করে মাছ ধরার সময় মালামালসহ তিন জেলেকে আটক করেছে নোটাবেকী বনস্টেশন অফিসের সদস্যরা।
ভোর ৬টার দিকে নোটাবেকী বনস্টেশন অফিসার (এসও) এমএ সাঈদের নেতৃত্বে সদস্যরা খাজুরদানা খালে অভিযান চালিয়ে ওই তিন জেলেকে আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা, লক্ষাধিক টাকা মূল্যের জাল ও আনুসঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দলটি।

আটক তিন জেলে হলো শ্যামনগর উপজেলার-মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের ফয়জদ্দীন গাজীল ছেলে শাজাহান গাজী, আব্দুল গফ্ফার মোল্যার ছেলে আব্দুল হামিদ মোল্যা এবং হরিনগর গ্রামের আহম্মদ গাজীল ছেলে জামাল হোসেন গাজী।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনের অভয়ারন্য অঞ্চলে মাছ ধরার সময় জেলেদের আটক করে বন আইনে ৭৫হাজার টাকা জরিমানা করে জেলেদের মুক্তি দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.