সমাজের আলো : বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দুই বড় নাম সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বছর কাটিয়ে ক্রিকেটারদ্বয় জায়গা করে নিয়েছেন আইসিসি বর্ষসেরার একাধিক তালিকায়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও বেশ সমাদৃত সাকিব-মোস্তাফিজ। আইপিএলেও নিয়মিত মুখ তারা। দ্বারপ্রান্তে আরো একটি আসর। আর আইপিএলের পঞ্চদশ সংস্করণে অভিজ্ঞ সাকিব-মোস্তাফিজকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

আগামী ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। মেগা অকশনের এই তালিকায় রয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। সাকিব ও মোস্তাফিজকে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি ক্যাটাগরিতে রাখা হয়েছে।সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে সাকিব ও মোস্তাফিজসহ আছেন ৪৯ জন ক্রিকেটার।আইপিএলের গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। আর মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল এক কোটি রুপি। নিলাম থেকে সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজকে ভিত্তিমূল্যের ১ কোটি রুপিতেই কিনে নেয় রাজস্থান রয়্যালস।




Leave a Reply

Your email address will not be published.