সমাজের আলো : হরিয়ানা রাজ্যর একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনাভাইরাসে আক্রান্ত ৬ রোগীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩০ এপ্রিল) ভারতের হরিয়ানা রাজ্যর গুরগাঁও জেলার কৃতী হাসপাতালে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেনঘটনাটি নিয়ে একটি ভিডিও দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তির আত্মীয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। শুক্রবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে দেখতে পান সেখানে কোনো চিকিৎসক, নাস বা হাসপাতালের কর্মী নেই। এরপর তিনি আইসিইউতে গিয়ে দেখতে পান সেটি তালাবদ্ধ এবং বেড ও মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে কয়েকজনের লাশ পড়ে আছে।

মৃতদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে গেলে চিকিৎসক ও স্টাফরা আইসিইউতে রোগীদের ফেলে রেখে পালিয়ে যান।তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা মৃত ব্যক্তিদের আত্মীয়দের হামলার শিকার হতে পারেন, এই আশঙ্কায় হাসপাতালের ক্যান্টিনে আত্মগোপন করেছিলেন।হাসপাতালটির পরিচালক ড. স্বাতী রাঠোর বলেন, অক্সিজেন সংকটের বিষয়টি স্থানীয় সরকারি কর্মকর্তা এবং রোগীর আত্মীয়দের জানানো হয়েছিল। কিন্তু তারপরও অক্সিজেন পাওয়া যায়নি। পরে রাত ১১টা নাগাদ ৬ জন রোগী মারা যান।




Leave a Reply

Your email address will not be published.