রবিউল ইসলাম: আবারো ভয়াবহ ভাঙনের আংশকায় গাবুরাবাসী। গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ০৯ নং সোরা দৃষ্টিনন্দন এলাকার বাঁধের প্রায়ই ৬০ফুট ভাঙনের সম্ভাবনা দেখা দিয়ছে। যেকোন সময় এ বাঁধ ধসে প্লাবিত হতে পারে এলাকাবাসী।আবারো নদী ভাঙনে প্লাবিত হওয়ার আশংকায় উদ্বেগ ও উৎকন্ঠায় দিনাতিপাত করছে গাবুরাবাসী। গতকাল বুধবার সরেজমিনে দেখা যায় দৃষ্টিনন্দন এলাকার ৬০ ফুটের মতো বাঁধ স্বাবাভিক উচ্চতার চেয়ে কয়েকফুট বসে গেছে। স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চেষ্টা করে যাচ্ছে বাঁধটি রক্ষা করতে। গাবুরা ইউনিয়নের তরুণ সমাজসেবক ফারুক হোসেনের নেতৃত্বে গতকাল ৫০/৫৫ যুবক বাঁধ রক্ষায় দিনভর স্বেচ্ছাশ্রমে কাজ করে। এ বিষয়ে স্বেচ্ছাসেবকরা দ্রুত সরকারীভাবে টেকসই বাঁধ নির্মানের দাবী জানান। এ বিষয়ে গাবুরার তরুণ সমাজসেবক ফারুক হোসেন বলেন,” গাবুরা ইউনিয়নকে রক্ষা করতে হলে অবশ্যই সরকারীভাবে দ্রুত টেকসই বাঁধ নির্মান করতে হবে নইলে গাবুরা ইউনিয়ন নদীর গর্ভে বিলীন হয়ে যাবে”। এ বিষয়ে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন,” গাবুরার দৃষ্টিনন্দন এলাকটি প্রাকৃতিকভাবে আকর্ষনীয় একটি এলাকা এখানে বড় একটা মসজিদ, স্কুল এবং সুপেয় পানির দিঘী আছে যেকোন সময় বাঁধ ভেঙে এ এলাকা প্লাবিত হতে পারে। ওয়াপদার বাইরে হওয়ায় পানি উন্নয়ন বোর্ড কোন দায় নিতে চাচ্ছে না। উপজেলা প্রশাসনের পক্ষে কয়েকটন টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং টেকসই বাঁধ নির্মানের চেষ্টা অব্যাহত রয়েছে” জরুরী ভিত্তিতে টেকসই বাঁধ নির্মান করে গাবুরা ইউনিয়নকে রক্ষা করা হোক এটাই এলাকাবাসীর কাম্য। এ বিষয়ে গাবুরার জনসাধারণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন




Leave a Reply

Your email address will not be published.