রবিউল ইসলাম:  কালিগঞ্জে এক বিএনপি নেতা ও তার পুত্র হাইব্রিড ছাত্রলীগ নেতার সন্ত্রাসী হামলার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ আল নাহিয়ান (হৃদয়)। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আবু জাফরের ছেলে জাবেদ আল নাহিয়ান (হৃদয়) লিখিত বক্তব্যে বলেন, উপজেলার মথুরেশপুর গ্রামের মো. সুন্নত আলী গাইনের কন্যা সালমা আক্তার রাখিকে বিবাহ করি। আমার শ্বশুর জীবন জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। আমার শ্বশুরবাড়ির প্রতিবেশী গোরাই শেখের পুত্র এড. আব্দুস সাত্তারের সাথে জায়গা জমি নিয়া দীর্ঘদিন যাবত আমার শ্বশুরের সাথে বিরোধ চলছে। আমি শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় এড. আব্দুস সাত্তার (৫২) ও তার পুত্র হারুন উর রশীদ রনির (২০) নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ১৮-০৯-২০২০ তারিখে দেশীয় অস্ত্র নিয়ে আমার শ্বশুরবাড়িতে প্রবেশ করে সীমানা নির্ধারণী ঘেরাবেড়াসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছপালা কেটে ক্ষতিসাধন করে এবং আমার স্ত্রী সালমা আক্তার ও তার বোন সামিয়া আক্তারকে কুপিয়ে মারাত্মক জখম করে এবং হারুন অর রশিদ আমার স্ত্রীর শাওমি মোবাইল সেট ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরবর্তীতে আমার স্ত্রী ও তার বোনকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আমার শাশুড়ি মোছা: রুবিয়া বেগম বাদী হয়ে এড. আব্দুস সাত্তারসহ ৭ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমার স্ত্রী সালমা আক্তারের মোবাইলটি এড. আব্দুস সাত্তার ও রনির কাছ থেকে উদ্ধার করেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে জাবেদ আল নাহিয়ান (হৃদয়) এর পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *