সমাজের আলো : হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলসহ নানা ধরনের অপরাধ কর্মকা-চালাতে ক্যাডার বাহিনী গড়ে তুলেছেন আবু সিদ্দিক ওরফে গালকাটা সিদ্দিক। ত্রাসের রাজত্ব তৈরি করে গড়ে তুলেছেন অপরাধ সাজ্য। বিভিন্ন অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে অন্তত ৮টি মামলায় রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে কেউ কথা বললেই নেমে আসে নির্যাতনের খড়্গ। নানা জায়গা বিচার দিয়েও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করানো সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে, ঢাকা জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তার আশীর্বাদের ছায়াতলে রয়েছেন এ গালকাটা সিদ্দিক। আমাদের সময়ের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য। ওই কর্তাব্যক্তির কারণে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পাত্তা দেন না সিদ্দিক। নিজের শ্বশুরের জায়গা দখল করে সাফায়েত নামে ডেইরি ফার্ম গড়ে তুলেছেন। এ খামার ঘিরে গড়ে উঠেছে রমরমা মাদকবাণিজ্য। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করেছেন শ্যালক। সম্প্রতি ওই খামারের সামনে গেলে কেরানীগঞ্জ মডেল থানাপুলিশের একটি টিমের ওপর চড়াও হন সিদ্দিক। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ এসেছে আমাদের সময়ের হাতে। এতে দেখা যায়, সিদ্দিক পুলিশের এসআই মিজানুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। বলছেন, ‘আগুন দিয়া পোড়াই দিমু সবার সামনে।’ একপর্যায়ে গালি দিতে থাকেন উপস্থিত পুলিশ সদস্যদের। এ সময় সিদ্দিকের কোমরে ছিল পিস্তল। একই ধরনের আরও দুটি ভিডিওচিত্র এসেছে আমাদের সময়ের হাতে। সরকারি খাস জমি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জমিও কেড়ে নিয়েছেন গালকাটা সিদ্দিক। এক হিন্দু ব্যক্তির জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। নির্মাণ করেছেন তিনতলা আলিশান প্রাসাদ।




Leave a Reply

Your email address will not be published.