সমাজের আলো: উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি ব্যাচের মেধাবী ছাত্রী আমিনা আক্তার ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির সুযোগ পাওয়ায় আনন্দ বিরাজ করছে পরিবার, শিক্ষক, শিক্ষিকাও গোটা এলাকা জুড়ে। গত ৪ এপ্রিল রবিবার রাতে প্রকাশ হওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১২১তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন উখিয়ার আমিনা আক্তার। তার মেরিট স্কোর ৩০০ নম্বরের মধ্যে ২৮১.৫০। উল্লেখ্য, গত ০২ রা এপ্রিল সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪৩৫০টি আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ১১৬৭৯২ জন। আর সেই ১১৬৭৯২ জনের মধ্যে ১২১ তম হয়েছেন আমিনা আক্তার। আমিনা আক্তার উখিয়ার সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০১২ সালে পিএসসি, সোনারপাড়া উচ্চ বিদ্যালয় হতে ২০১৮ সালে এসএসসি ও চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ হতে ২০২০ সালে এইচএসসি পাস করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন। অনন্য মেধার অধিকারী আমিনা পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসিসহ প্রতিটি পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। সরকারি বৃত্তির পাশাপাশি সে অসংখ্য বেসরকারি বৃত্তিও লাভ করে। আমিনা আক্তার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার হাজী আজিজ উল্লাহ ও গোলজার বেগমের কন্যা। আমিনার মেজ ভাই জাহেদুল হক বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট বিভাগের ১ম বর্ষে অধ্যয়নরত আছেন। তার বড় ভাই জিয়াউল হক চট্রগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ও এমবিএ শেষ করে বর্তমানে একটি এনজিওতে চাকরিরত আছেন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আমিনা আক্তার বলেন, আমি মহান রাব্বুল আলামীনের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। এই ফলাফলে আমি ভীষণ খুশি। এমন ফলাফলের পেছনে মা-বাবা, ভাই-বোন সহ শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে আমি চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করতে চাই। আমি সকলের দোয়া কামনা করছি। এদিকে তার এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রফিক উল্লাহ মেম্বার বলেন, এই অর্জন তার একার নয় বরং গোটা এলাকার। তার এই কৃতিত্বের ফলে এলাকার অন্য মেয়েরাও পড়া লেখার প্রতি উৎসাহিত হবে। সে যেন বড় একজন চিকিৎসক হয়ে মানবজাতির সেবা করতে পারে এই দোয়া করছি সৃষ্টি কর্তার নিকট। আমি আমার কন্যা সমতুল্য আমিনা আক্তারের উত্তর উত্তর সফলতা কামনা করছি।




Leave a Reply

Your email address will not be published.