আব্দুস সামাদ বাচ্চু আশাশুনি সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকার পানিবন্দি মানুষের মাঝে জার্মান এ্যাম্বেসির অর্থায়নে ও মিনা ফাউন্ডেশনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেন জার্মানের ডেপুটি হাইকমিশনার কনস্টানজা ঝিরিন্জার। শনিবার সকালে শ্রীউলা ইউনিয়নের তিন হাজার ও প্রতাপ নগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া গ্রামের তিন শত পানিবন্দি পরিবারের মাঝে ২৫ কেজি চাল,২ কেজি ডাল, সাবান মাক্স ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে ডেপুটি হাইকমিশনার বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে বাঁধ ভেঙে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে,এটা অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক দৃশ্য। বাংলাদেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে জার্মান সরকার সার্বিক সহযোগিতা করে থাকে। এজন্য আমরা খাদ্য সহায়তা দেয়ার জন্য আপনাদের মাঝে এসেছি।ভবিষ্যতে এ অঞ্চলের মানুষ যাহাতে আরও বেশি আর্থিক সহায়তা পায় তার জন্য জার্মান সরকারের পক্ষ থেকে আমি সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাব। এসময় উপস্থিত ছিলেন সার্কেল(এএসপি) শেখ ইয়াসিন আলি, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, সহকারী কমিশনার ভূমি শাহিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদিস সানা প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.