আশাশুনি সংবাদদাতা ঃ আশাশুনিতে নকল কাগজপত্র তৈরী করে জাল দলিল রেজিস্ট্রি করার অপরাধে স্বপন কুমার সরকারের সনদ স্থগিত করা হয়েছে। রনজিত ধানুকী বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন খুলনা বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত দৃষ্টে প্রমাণিত হওয়ায় জেলা রেজিস্ট্রার মোহাঃ আব্দুল হাফিজ দলিল লেখক স্বপন কুমার সরকার (সনদ নং-২৮/০১) কে দলিল লেখার কার্য হতে সাময়িক বরখাস্ত করেছেন। জেলা রেজিস্ট্রার মোহাঃ আব্দুল হাফিজ দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, ঢাকা এর স্মারক নং-০০.০১.০০০০.৫০৩.২৬.৪০৪.২০-৩৩৭২, ২৫ জানুয়ারী ২০২১ বরাবর অভিযোগের প্রেক্ষিতে এ সাময়িক বরখাস্ত করেছেন। বরখাস্তপত্রে জানাগেছে, আশাশুনির দলিল লেখক স্বপন কুমার সরকার ৯/৭/১৫ তারিখে ২৪৮৭/১৫নং দলিলটিতে বায়া দলিল নং-৪০৩০/০৯ এবং ২০০৯-২০১০ সনে ৫৩০ কেসের মাধ্যমে জমা খারিজ করে নিজ নামে ১২৫/১নং খতিয়ানটিও মিথ্যা তথ্য উপস্থাপন পূর্বক জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ পূর্বক রেজিস্ট্রি করিয়েছেন তা তদন্তে প্রমাণিত হওয়ায় এবং দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করায় রেজিস্ট্রেশন আইন ১৯০৮ ধারা ৮০ জি অধীন প্রনীত দলিল লেখক (সনদ) বিধিমালার বিধি ১২(১) অনুসারে দলিল লেখক স্বপন কুমার সরকারকে জেলা রেজিস্ট্রার মোহাঃ আব্দুল হাফিজ দলিল লেখার কাজ হতে সাময়িক বরখাস্ত করেছেন।




Leave a Reply

Your email address will not be published.