সমাজের আলো: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কার্ড গরীব, অসহায়, অস্বচ্ছল পরিবারের মাঝে না দিয়ে ধণাঢ্য ও স্বচ্ছল পরিবারের মাঝে বিতরণের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ২০২১/২২ অর্থ বছরে কুল্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৪২ জন মহিলার নামে ভিজিডি তালিকা প্রস্তুত করা হয়। চলমান তালিকার (ছক-৩) চৌদ্দ নাম্বার স্রিয়ালের উপকারভোগী আর্জিনা খাতুনের পাকা ২তলা বিশিষ্ট বাড়ী এবং এসি বসানো। এছাড়া ভিজিডি তালিকার ১ নং শারমিন বেগম, ২ নং রাশিদা খাতুন, ৯ নং তাসলিমা বেগম, ১৮ নং সুচিত্রা মন্ডল, ২১ নং সেলিনা খাতুন, ২৪ নং বিথী পারভীন, ৩০ নং অঞ্জনা রায়, ৩৪ নং রোজিনা বেগম, ৩৬ নং চন্দনা মন্ডল, ৩৭ নং ইছামতি সরকার, ৪০ নং লাইলী বেগম সহ তালিকায় আরও অনেকে পাকা বাড়িতে বসবাস। আবার অনেকেই আলিশান বাড়িতে বসবাস করে এবং আর্থিক স্বচ্ছতার মধ্যে তারা জীবিকা নির্বাহ করে থাকে। অথচ পরিপত্রের অন্তর্ভুক্ত শর্তাবলির ২ নং অনুচ্ছেদে উল্লেখ আছে উপকারভোগী কর্মক্ষম, দুস্থ, তালাক প্রাপ্ত, স্বামী পরিত্যক্তা, বা পরিবারের কোন সদস্যের আয়ের উৎস নেই। অগ্রাধিকার শর্তাবলির ১ নং অনুচ্ছেদে উল্লেখ আছে ১৫ শতকের বেশি জমি না থাকা, ৪ নং অনুচ্ছেদে উল্লেখ আছে বাড়িতে মাটি, পাটকাঠি বা বাঁশের দেওয়াল থাকতে হবে। কিন্তু মন্ত্রণালয়ের এসকল নির্দেশনা অনুসরণ না করে দুস্থ মহিলা বা অসহায় পরিবারকে বাদ দিয়ে ধণাঢ্য ও স্বচ্ছল পরিবারের নাম ভিজিডি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানাগেছে। ভিজিডি তালিকা থেকে ধণাঢ্য ও স্বচ্ছল পরিবারের নাম বাদ দিয়ে প্রকৃত অসহায়, গরীব, দুস্থ, কর্মক্ষম পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করে নতুন তালিকা প্রকাশ করতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.