সমাজের আলো : ভ্রাম্যমাণ আদালতে সরকারি খাস খালে নেটপাটা ও বাঁধ দিয়ে পয়:নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৪টি পৃথক মামলায় ৫০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। দক্ষিণ চাপড়ায় সরকারি খাস খালে মাটির বাঁধ ও নেটপাটা দিয়ে পয়:নিস্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতার সৃষ্টি ও খাস খাল অবৈধ দখল নিয়ে মাছ চাষ করায় পয়ঃ নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এলাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অসংখ্য ঘরবাড়ি জলমগ্ন, মৎস্য ঘের ডুবে যাওয়া, আমন ধানের বীজতলা তলিয়ে যাওয়া, অনেক স্থানে সড়কের উপর পানি ওঠায় সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হওয়াসহ নানা সমস্যা বিরাজ করছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন পয়:নিস্কাশন ব্যবস্থা অটুট রাখতে সরেজমিন উপস্থিত হয়ে নেটপাটা অপসারণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রথম দিনেই বুধহাটা ইউনিয়নে সরকারি খাস খালের উপর দিয়ে পানি প্রবাহের প্রতিবন্ধকতার অপরাধে চাপড়া গ্রামের মাহবুবর রহমান ও মশিউর রহমান মিল্টনকে ১৫ হাজার টাকা, জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা, মঞ্জুরুল আমিন শেখরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বসুখালী খালে নেটপাটা দেওয়ার অপরাধে হারুন সরদারকে ৩০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি: আ. ব. ম মোছাদ্দেক ও পুলিশ সদস্য।




Leave a Reply

Your email address will not be published.