সমাজের আলো : আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে সর্বমোট ৬১৭ জন চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বর প্রার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার ইউনিয়ন ভিত্তিক স্ব স্ব রিটার্নিং অফিসাররা এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এদিন সকাল থেকে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে স্ব স্ব ইউনিয়ন থেকে আশাশুনিতে ইউনিয়ন ভিত্তিক রিটার্নিং অফিসারে কার্যালয়ে আসেন।মুহূর্তের মধ্যে উপজেলা সদরসহ তার আশপাশের এলাকা লোকে লোকারান্য হয়ে যায় ও উপজেলা সদরসহ সকল সড়কে জ্যাম বেধে যায়। পরে আশাশুনি থানা পুলিশ কঠোর পরিশ্রম করে পরিবেশ নিয়ন্ত্রনে নিয়ে আসেন। এদিকে, এদিন ইউনিয়ন ভিত্তিক রিটার্নিং অফিসাররা ১১ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন। যার মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক ১১জন, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক ২জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক ৪জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত মশাল প্রতীক ১ জন ও বাকী ৩৮জন স্বতন্ত্র প্রার্থী চশমা, ঘোড়া, আনারস, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ ইউনিয়নের ৩৩টি সংরক্ষিত ওয়ার্ডের ১৩৩জন প্রার্থী মাইক, বই, কলম, বক, হেলিকপ্টার, সূর্যমূখী ফুল, তালগাছ, ক্যামেরা, জিরাফসহ বিভিন্ন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও উপজেলার ৯৯টি সাধারন ওয়ার্ডের মেম্বর পদে ৪২৮জন প্রার্থী আপেল, মোরগ, ব্যাট, ভ্যান গাড়ি, বৈদ্যুতিক ফ্যান, টিউবওয়েল, ফটুবল ও তালা প্রতীকসহ বিভিন্ন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাদের কর্মী-সমর্থকদেরকে নিয়ে বিভিন্ন ধরণের স্লোগান সহকারে উপজেলা সদর ত্যাগ করে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে প্রচার প্রচারণা চালাতে দেখা গেছে। আগামী ৫ জানুয়ারি’২২ বুধবার উপজেলার ১১ ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *