সমাজের আলো : সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন কর্তৃক ফেসবুক আইডিতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে কুরুচিপূর্ণ বক্তব্যে পোষ্ট করার প্রতিবাদে ও তাকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। স্থানীয় ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাষ্টার রিয়াসাত আলী মামুনের সভাপতিত্বে ও আ’লীগ নেতা আক্তারুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্যে রাখেন, ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, ইউনিয়ন আ’লীগ সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কাজল, ইউনিয়ন কৃষকলীগ সদস্য সচিব হারুন উর রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ জুলাই প্লাবিত প্রতাপনগরের বানভাসি অসহায় মানুষের খোঁজ খবর নিতে আসেন আশাশুনি উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিলসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ। তারা এ সময় বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং তাদের সাথে মত বিনিময় করেন। এটাকে পুঁজি করে ইউনিয়ন আ’লীগ সভাপতি চেয়ারম্যান শেখ জাকির তাঁর নিয়ন্রিত প্রতাপনগর ইউনিয়ন আ’লীগ ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ বক্তব্যে লিখে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালান। বক্তারা এ সময় চেয়ারম্যান জাকিরের নানা অনিয়ম দূর্নীতিল কথা তুলে ধরেন এবং এ ঘটনার প্রতিবাদ জানান। একই সাথে তারা তাকে ইনিয়ন আ’লীগের সভাপতির পদ থেকে বহিষ্কারের জোর দাবী জানান।




Leave a Reply

Your email address will not be published.