সমাজের আলো : সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ১০জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গতকাল বুধবার মারা যান ১০ জন। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৮৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। এদিকে জুলাই মাসের ১ তারিখ থেকে আজ ৮ তারিখ পর্যন্ত সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৬১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গত ১ জুলাই ১৪ জন এবং গতকাল এবং আজ ১০ জন করে মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮২ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪হাজার ৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৬৯ জন।




Leave a Reply

Your email address will not be published.