সমাজের আলো : রান্নাবান্না সম্পন্ন। বরযাত্রীও হাজির। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষায় সবাই। এমন সময় পুলিশ নিয়ে আসলেন ইউএনও। মুহূর্তের মধ্যে বরযাত্রী উধাও। পণ্ড হয়ে যায় বাল্যবিয়ের আয়োজন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ২টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের এক কিশোরী পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার বালিপাড়া এলাকার একটি মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। করোনার মহামারীতে মাদরাসা বন্ধ। ঘরে বসে অবসর সময় কাটছে তার। এই অজুহাতে মেয়েকে পাত্রস্থ করতে বিয়ের আয়োজন করে পরিবার।পাত্র একই ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের অহিদুল তালুকদারের ছেলে তানভীর তালুকদার (১৮)। কয়েক বছর আগেই লেখাপড়া বন্ধ কেরেছে সেও। এখন সাংসারিক কাজবাজ করে। উভয় পরিবারের সম্মতিতেই এই বিয়ের দিন ধার্য করা হয়। বরযাত্রীরা ১০-১২জন এসে বাড়ির পাশের একটি মসজিদে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরই মধ্যে ইউএনও এবং ওসি উপস্থিত হওয়ায় সবকিছু তছনছ হয়ে যায়। প্রশাসনের টের পেয়ে বরযাত্রী মসজিদ থেকেই পালিয়ে যায়




Leave a Reply

Your email address will not be published.