আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল গনি ও স্থানীয় নেতৃবৃন্দকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে সরকারি ছুটির দিনে খাস জমিতে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে সরেজমিনে দেখাযায় খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের এলাহি সরদারের ছেলে আমিনুর সরদার এই ঘর নির্মাণ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে দীর্ঘ ৩০ বছর ধরে ভােগ-দখল করে আসছে কাপসন্ডা গ্রামের মৃত বাল্লক সরদারের ছেলে আজিজুল ইসলাম (ছোট) ও তার ভাই মনি দর্জি। কিছুদিন আগে মনি দর্জি মারা যাওয়ায় এবং দোকান বন্ধ থাকার সুযোগে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে গত ৩ অক্টোবর একই গ্রামে মৃত কছিম উদ্দিন সানার ছেলে আজিমউদ্দিন সানা ও মৃত মোকসেদ সানার ছেলে মিজান সানার বাড়িতে বসে ১ লক্ষ ৪৫ হাজার টাকা লেনদেন করে। খাজরা ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা ও কতিপয় নেতৃবৃন্দের সাথে জোগসাজগ করে ৭ অক্টোবর সরকারি ছুটির দিনে এই ঘর নির্মাণ কাজ শুরু করে। অবৈধভাবে দোকান ঘর নির্মাণকারী আমিনুরের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি সরকারি কর্মকর্তা ও এলাকার নেতাদের ম্যানেজ করে কাজ করছি। তারা সকল বিষয়ে আমাকে সহযোগিতা করবে। এদিকে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের কারণে এলাকায় সাধারণ মানুষের ভিতরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় খাজরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি এবং পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ করে রাখেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান জানান আমি খাজরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছি যদি সরকারি খাস সম্পত্তি হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এলাকার সাধারণ মানুষ সরকারি সম্পত্তিতে অবৈধ দোকান ঘর নির্মাণ বন্ধ ও নির্মাণকারী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.