সমাজের আলো : আশাশুনির খাজরা ইউনিয়নে নির্বাচনোত্তর সহিংসতা ও গুলিতে শিশু, মুক্তিযোদ্ধাসহ ২০জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ইউনিয়নের গদাইপুর গ্রামে পরাজিত চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম মোল্যার বাড়ির সামনে। এ ঘটনায় পুলিশ, বিজিবি, ডিবি পুলিশ ঘটনাস্থানে পৌছে কয়েক রাউন্ড ফাকা গুলি ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুলিবিদ্ধ ও আহতদের প্রথমে আশাশুনি ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী রিয়াজুল ইসলাম, জাহিদ হাসান, জুলফিকর আলিসহ অনেকেই জানান, তুয়ারডাঙ্গা ওয়ার্ডে মেম্বর প্রার্থী ইব্রাহীম খলিল টুকু ও আনারুল সমপরিমান ভোট পান। টুকুকে শান্ত¦না দিতে পুন:নির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম সকালে বাড়ি থেকে কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেটে টুকুর বাড়িতে যাচ্ছিলেন। পরাজিত বিদ্রোহী প্রার্থী অহিদুল ইসলাম মোল্যার বাড়ির সামনে পৌছলে তার বাড়ির ছাদ থেকে তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ নিক্ষেপ করা হয়। এতে সিরাজুল ইসলাম আহত হন। এ সময় অহিদুল মোল্যা কর্মী সমর্থকদের নিয়ে বাড়ীতেই অবস্থান করছিল। ডালিমের পক্ষের কেউ না কেউ রাস্তার পাশের খোয়া নিয়ে পাল্টা জবাব দিলে পরবর্তীতে ছাদ থেকে দিদারুল ইসলাম রাব্বাী, রাসেল, মোস্তফা, আক্কারুজ্জামানসহ খুলনা থেকে আশা কয়েকজন তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ ও নৌকা প্রতিকের চেয়ারম্যান ডালিমের লক্ষ করে ২০-২৫ রাউন্ড আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে ডালিমের পক্ষের সাজু মোল্যার ছেলে শিশু সাজিদ (১২)র পায়ে গুলি লাগে। তুয়ারডাঙ্গা গ্রামের ওয়াদুদ সরদার (৫০)র চোখে, টুকু সরদার (৪৫)র নাকে, নুর বখত সরদারের ডানপায়ে, গদাইপুর গ্রামের রাসেল (১৮)র মাথায়, আসাদুল (৩৫)র মাথার ডানপাশে, জামাই হাফিজুল (৪০)র বাঁ চোখে, খোকন সানার হাতে, নাইম সানা (২২)র পায়ে ও ইমাম এর শরীরে গুলি লাগে। এছাড়া সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেল ও পুলিশের লাঠি চার্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সানা ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে। এঘটনায় চেয়ারম্যান ডালিমসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.