সমাজের আলো : আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিমের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খাজরা ইউনিয়ন পরিষদ সড়কের সামনে এ দীর্ঘ মানববন্ধনের আয়োজন করা হয়।এসময় বক্তাগণ বলেন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম পুনরায় নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনিসহ তার নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয় প্রতিপক্ষ অহিদুল বাহিনী। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পরাজিত চেয়ারম্যান প্রার্থী অহিদুল বাহিনী কর্তৃক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ডালিমসহ তার নেতা কর্মীদের উপর ইট, পাটকেল ও গুলি বর্ষণ করা হয়। এঘটনায় একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধসহ ২০-২৫জন আহত হয়। এতেই তারা খান্ত হয়নি। থানায় নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা দিয়ে ইউপি চেয়ারম্যান ডালিম ও নৌকার কর্মী মোস্তাকিম বিল্লাহকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক। আমাদের নেত্রী জ¦ালাও পোড়াও-তে বিশ^াসী নয়, কাজেই আমরা সবাই শান্ত থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল প্রকার অপশক্তির মোকাবেলা করবো। এসময় খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও তার নেতাকর্মীদের নামে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে নি:শর্ত মুক্তি ও প্রকৃত দোষীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ গ্রহণসহ কঠোর শাস্তির দাবী জানান বক্তারা এবং অহিদুলের অবৈধ অস্ত্র জব্দ করার জন্য আশাশুনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। খাজরা ইউনিয়নবাসীর আয়োজনে দীনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রদীপ চক্রবর্তীর সঞ্চলানায় দীর্ঘ মানববন্ধনে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম কাজল, আনারুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আছাদুজ্জামান রিপন, আওয়ামী লীগ নেতা শ্যামাপদ ঘোষ, লিটন গাজীসহ এলাকার শতশত নারী পুরুষ অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য, নবনির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম বৃহস্পতিবার সকালে নেতা কর্মীদের নিয়ে অসুস্থ্য ইউপি সদস্য প্রার্থী ইব্রাহিম খলিল টুকুকে দেখতে যাওয়ার পথে গদাইপুর মৎস্যসেট এলাকায় পৌছালে পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির ছাদ হতে ইট-পাটকেল ও গুলি চালানো হয়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যান ডালিমের সমর্থকরা অহিদুলের বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় অহিদুলের সমর্থকদের গুলিতে ১০জন গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থানে এসে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় চেয়ারম্যান ডালিম বাদী হয়ে অহিদুল, কুদ্দুসসহ ১৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নং-০৫। অপর দিকে কুদ্দুস বাদী হয়ে ১৫জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা নং-০৬। এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম ও পরাজিত প্রার্থী অহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, রাব্বি, মোস্তাকিম, মোস্তফাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছেন। বর্তমান এলাকার পরিবেশ স্বাভারিক রয়েছে এবং পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে।




Leave a Reply

Your email address will not be published.