সমাজের আলো। ।পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শারীরিক লাঞ্ছিত ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পৌর শাখার) উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ চিঠি প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, এই চিঠির পরপরই তিনি পৌর মেয়রের দায়িত্ব হারিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্যানেল মেয়র অথবা ইউএনও এই দায়িত্ব পালন করবেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বেড়া উপজেলা আইনশৃংখলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা পযার্য়ের সকল কর্মকতার্র সামনে উপজেলা নির্বাহী কর্মকতার্ আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত গালিগালাজ করেন অব্যাহতিপ্রাপ্ত বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বেড়া পৌরসভার বরখাস্তকৃত মেয়র আব্দুল বাতেন। ঘটনার বিস্তারিত উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিত অভিযোগ দেন।




Leave a Reply

Your email address will not be published.