রবিউল ইসলামঃ শুক্রবার সকাল ৯ টার দিকে দৈনিক সকালের আলোর কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি আবু বক্কার সিদ্দিকের বাড়িতে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের পিতা, মাতা ও ছোট ভাই মারাত্মকভাবে আহত। বর্তমানে তারা উপজেলা সাস্থ কমপ্লেক্স কালিগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। প্রতক্ষদর্শী ও স্থানীয় সুত্র ও আক্রান্ত সাংবাদিক পরিবারের সাথে কথা বলে যানা যায় ইউনিয়ন পরিষদে জমিজামা সংক্রান্ত বিচার চাওয়াই শুক্রবার সকাল ৯ টার দিকে পরিকল্পিতভাবে মাহমুদ আলী মনিরুলের বাড়িতে এসে উচ্চবাচ্চ ও উসকানিমূলক কথা বলতে বলতে মাহমুদ আলীর(৫৫) নেত্রীত্বে তার ছেলে মুস্তাহিদ (২৬), মনিরুল (৩০) ও তার ছোট ভাই আলামিন (২২) সহ সু-সংগঠিত বাহিনী নিয়ে সাংবাদিক সিদ্দিকের বাড়ির ভিতরে ঢুকে অতর্কিতভাবে দেশিয় অস্ত্র সস্ত্র (দা, কুড়াল, লোহার রড, হাতুড়ি) দিয়ে তার পিতা মোহাম্মাদ আব্দুল আজিজ তরফদার(৪৫), মাতা ফতেমা বেগম (৩৫), ছোট ভাই রাসেল (১৭) কে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে নগদ অর্থ স্বর্ণের চেইন এবং সাংবাদিক সিদ্দিকের শয়ন কক্ষে প্রবেশ করে আক্রমন করে ঘটনার ভিডিও রত অবস্থায় তার ব্যাবহৃত মোবাইল শাওমি A1 হ্যান্ডসেটটি ছিনিয়ে নেয় এবং তাকে পিটিয়ে আহত করে বলে যানা গেছে । ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। উল্লেখ্য যে মাহমুদ আলী ইতি পূর্বে আজিজ তরফদারকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার লক্ষ্যে নানা কূট কৌশলের আশ্রয় নিয়েও উদ্দ্যেশ্য হাসিল করতে না পারায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে আব্দুল আজিজ কে হত্যার উদ্দেশ্য এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে সাংবাদিক আবু বাক্কার। ইতিপূর্বে একই গ্রামের বেলায়েত তরফদার ও হাফিজা বেগম সন্ত্রাসী ও ভূমিদস্যু মাহমুদ আলী বাহীনির নামে ২০১৯ সালের ১১ই অক্টোবরে খুন,জখম,হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে সাংবাদিক সম্মেলন করে যা দৈনিক সমাজের আলো দৈনিক কালের চিত্র ও পত্রদূত পত্রিকা সহ একাধিক গন মাধ্যমে প্রকাশিত হয়। এধরনের সামাজিক শৃংখলার শান্তি বিনষ্টকারী বাহীনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন এলাকাবাসী।




Leave a Reply

Your email address will not be published.