সমাজের আলো ।। ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ দিনের আন্দোলনের মুখে অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে জরুরী বিভাগ। এর ফলে সাধারন রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল কলেজ হাসপাতালটি আরো একধাপ এগিয়ে গেলো। শনিবার বেলা ১১টায় উক্ত জরুরী বিভাগেরর উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সেখানে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, হাসপাতালের তত্তাবধায়ক ডা. রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, হাসপাতালটির সহকারি পরিচালক ডা. কুদরত-ই-খুদা, বিএমএ’র সভাপতি ডা. আজিজুর রহমান, স্বাচিপ সভাপতি ডা. মোখলেছুর রহমান, ডাঃ কাজী আরিফ আহমেদ, ডা. রুহুল কুদ্দুসসহ হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। উল্লেখ ঃ এর আগে জরুরি বিভাগ চালুর দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা দীর্ঘ ৬ বছর যাবত আন্দোলন সংগ্রাম করে আসছেন। সর্বশেষ তারা গত ১৪ অক্টোবর মডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় ইন্টার্ণ কক্ষে জরুরি বিভাগ চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেন। এরই ধারাবাহিকতায় আন্দোলনের মুখে অবশেষে চালু হল জরুরি বিভাগ।




Leave a Reply

Your email address will not be published.