শাহিনুর রহমান (শাহিন):  করোনা বৈশ্বিক মহামারীর পরবর্তী সময়ে যখন আমদানি  ও রপ্তানি প্রায় বন্ধ ঠিক সেই সময়ে বাংলাদেশে ইলিশের মৌসুম। এই মৌসুমে জাতীয় মাছ ইলিশ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়। কিন্তু তার বিপরীতে দেশের মানুষের ইলিশের চাহিদা সম্পূর্নভাবে পূরণ সম্ভব হয় না। উচ্চমূল্যে্ ইলিশ ক্রয় করার সামর্থ থাকেনা অধিকাংশ মানুষের। কিন্তু বিদেশে মাছ রপ্তানি না হওয়ায় ‍দেশের মাছ দেশেই থেকে যাচ্ছে। যে কারণে সরকারী চাকুরীজীবি থেকে শুরু করে নিম্নবিত্ত পর্যায়ের মানুষ পর্যন্ত ইলিশের মূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে এসে গেছে। যে মাছের মূল্য পূর্বে বিক্রয় হতো ১৫০০-২০০০ টাকা সেই মাছের মূল্য এখন মাত্র ৪০০থেকে ৫০০ টাকার মধ্যে। তাই সাধারণ মানুষ ইলিশ মাছ স্বাভাবিক ভাবে কিনতে পারছে। । তবে রাতের আধারে দেশের সীমানা পেরিয়ে অবৈধভাবে প্রতিবেশি দেশে মাছ পাচার শুরু করে। এতে করে পুনরায় মাচের মূল্য বৃদ্ধি পেতে থেকে। যে কারণে ইলিশ মাছ ভারতে পাচার প্রতিরোধে বিজিবি (বর্ডার  গার্ড বাংলাদেশ) কঠোর অবস্থানে যায়। এবং ইলিশ পাচার বিরোধী অভিযান এখনও বিদ্যমান রয়েছে। তবুও থামছেনা চোরাচালানকারী চক্র। এভাবে মাছ পাচার হতে থাকলে পুনরায় মাছের মূল্য বৃদ্ধির আশঙ্কা করছে এলাকার মানুষ।




Leave a Reply

Your email address will not be published.