সমাজের আলো : কক্সবাজারের উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। আহত দের কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৎমধ্যে ২ জনের অবস্থা আশাংকা জনক বলে জানিয়েছেন স্বজনরা। মঙ্গলবার (২২ জুন) দুপুরে কক্সবাজার টেকনাফ মহা সড়কের কোট বাজার স্টেশনের বটতলী নামক স্থানে হাইয়েস মাইক্রোবাস ও সিএনজি মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোহাম্মদ তারেক (২৫) নামক এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন । তিনি রামু উপজেলার কলাবাগান এলাকায় হোসেন আহমদ এর পুত্র। অপরদিকে, উখিয়া কলেজ সংলগ্ন টিএনটি নামক স্থানে পিকআপের চাপায় তিন বছরের নাহিদুল ইসলাম নামক এক শিশু নিহত হয়েছে। সে রাজাপালং ইউনিয়নের মালভিটা পাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র । উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার এহসান উল্লাহ সিকদার নিহতদের সংখ্যা ও পরিচিতি নিশ্চিত করেছেন। উখিয়া থানার ওসি আহমেদ সনজুল মোর্শেদ জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ৩ টি জব্দ করা হয়েছে । আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম খন্দকার জানান, কক্সবাজার অভিমুখী দ্রুতগামী হাইয়েস মাইক্রোবাসটি ( চট্রোমেট্রো-চ ১১-২৯৯৫) ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী সিএনজি পিছনে ধাক্কা দেয় । সিএনজিটি সটকে পড়ে বিদ্যুতের খুঁটি সাথে দ্বিতীয়বার ধাক্কা খায়। এতে ৫ জন যাত্রী মারাত্মক জখম হয়।




Leave a Reply

Your email address will not be published.