তালা প্রতিনিধি : “সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি শিশুশ্রম বন্ধ করি” এই প্রতিপাদ্য সামনে রেখে বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহাতায় বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১২ জুন) সকালে শ্যামনগর উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ম্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল্লাহ। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা তুষার মজুমদার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম,সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা, উপজেলা শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মাদ আলী ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনি,গাবুরা,মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ব্রিজ স্কুলের শিক্ষার্থী,কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্য,অভিভাবক,কর্মমালিক,শিক্ষক ও উত্তরণের টেকনিক্যাল অফিসারগণ। এছাড়াও বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত চারটি ব্রিজ স্কুলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিশু,অভিভাবক,কর্মমালিক,কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




Leave a Reply

Your email address will not be published.