তালা প্রতিনিধি : “শিশুর জন্য বিনিয়োগ করি সমৃদ্ধ বিশ্ব গড়ি” প্রতিপাদ্য সামনে রেখে বে-সরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উদ্যাপন করা হয়। উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় প্রকল্পের আওতায় ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও এবং ৪ থেকে ১০ অক্টোবর শিশু অধিকার সপ্তাহ উদযাপন-২০২১ উপলক্ষে দিনটি উদ্যাপন করা হয়। দিনটি উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনি, গাবুরা,মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ইউনিয়নের ৪ টি লার্নিং সেন্টারে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে শিক্ষার্থী,অভিভাবক,সিবিসিপিসি কমিটি সদস্য,শ্রমজীবি শিশুদের কর্মদাতা,ইউনিয়ন পরিষদ মেম্বর ও সুশিল সমাজ প্রতিনিধিদের সমন্বয়ে দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়। এদিকে ১০ অক্টোবর শ্যামনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ উজ জামান সাইদের সভাপতিত্বে উক্ত দিবসের কার্যক্রম বাস্তবায়িত হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,মহিলা বিষয়ক কর্মকর্তা,যুবউন্নয়ন কর্মকর্তা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ ৪ টি লার্নিং সেন্টার থেকে আগত শিক্ষার্থী,অভিভাবক,শ্রমজীবি শিশুদের কর্মদাতা,ইউনিয়ন পরিষদ মেম্বরগণ ও এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সকলের অংশগ্রহনের মাধ্যমে উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ চারটি লার্নিং সেন্টারের চিত্রাংকন প্রতিযোগিতায় ২৪ জন বিজয়ী শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন।




Leave a Reply

Your email address will not be published.