রবিউল ইসলাম প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারী, সব পরিস্থিতিতেই গণমাধ্যম সাধারণ মানুষকে তাৎক্ষণিক উপকূলের খবর জানিয়েছে। ঠিক একইভাবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায়ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করে চলেছেন অবিরাম। পথে-প্রান্তে ছুটে জীবনের মায়া ভুলে জানিয়ে দিচ্ছেন সবসময়ের আপডেট খবর। এমন দুর্যোগ মুহূর্তে সরকার যখন সব মহলের কথা ভাবছে, তখন উপকূলের সংবাদ কর্মীরা যেন আড়ালে থেকে যাচ্ছে? যে কোন প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলের মানুষ। সবকিছু হারিয়ে হয় নি:স্ব। প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সাধারণ মানুষ অনবরত জীবন সংগ্রামে লিপ্ত থাকে। উপকূলবাসীর পাশে থেকে তাদের দু:খ-দুর্দশার খবর তুলে ধরে আর্থ-সামাজিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপকূলের সংবাদ কর্মীরা। যদিও বাংলাদেশে গণমাধ্যম শিল্পে পরিণত না হওয়ায় বা গণমাধ্যমের বিকাশ যথাযথ না হওয়ায় স্থানীয় সংবাদ কর্মীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পায় না কোন বেতন বা ঝুঁকি ভাতা। তারপরও দেশের স্বার্থে প্রতিনিয়ত উপকূলের খবর পৌঁছে দিয়ে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। করোনা সতর্কতায় সারাদেশ লকডাউনে থাকলেও দায়িত্ব একজন খবরের ফেরিওয়ালাকে টেনে নিয়ে যাচ্ছে ঘরের বাইরে। নানা প্রতিকূলতার মাঝেও সকাল থেকে রাত পরিবারের মায়া ভুলে খবর সংগ্রহে ছুটছেন প্রান্ত থেকে প্রান্তে। এমন কি জীবনের ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হচ্ছে সমালোচনার পাত্র। হচ্ছে অপমান অপদস্ত হামলা মামলার শিকারও। তবুও থেমে নেই উপকূলীয় অঞ্চলের সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজ। তুলে ধরছেন করোনা প্রাদুর্ভাবের কারণে অসহায় হয়ে পড়া মানুষের কথা। জেলে বাওয়ালীদের দুঃখ-দুর্দশার কথা। খবর দিচ্ছে উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বাধ ভাঙনের, সরকারি সম্পদ অবৈধভাবে দখল হয়ে যাওয়ার। এছাড়া প্রতিনিয়ত ঘটে যাওয়া সংবাদ তুলে ধরছেন উপকূলের সাংবাদিকরা। দায়িত্ব পালন করতে গিয়ে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে খবর হয়েছেন অনেকেই। মারাও গেছেন একজন সংবাদ কর্মী। এরপরও নেই পিছুটান। যখন বার বার বলা হচ্ছে সংক্রমণ ঠেকাতে ঘরে থাকুন। তখন ঝুঁকি জেনেও খবর জানাতে ছুটে চলেছেন সংবাদ কর্মীরা। যাদের কাছে জীবনের চেয়ে দায়িত্বটাই বড়। আর এর কারণে সচেতনতা সৃষ্টি হওয়ায় সম্ভবত সংক্রমণের হারও কম। এমন পরিস্থিতিতে সরকার যখন সব মহলের বিষয়ে প্রণোদনার কথা বলছে, তখন খবরওয়ালাদের ত্যাগের গল্প কেউ কী বলছে? তারপরও দেশের এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে বলবো ‘ঘরে থাকুন সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, হাচি-কাশি দেওয়ার সময় আচরণগত শিষ্ঠাচার মেনে চলুন। অযথা খবরের নামে গুজব ছড়াবেন না কেউ।




Leave a Reply

Your email address will not be published.