সমাজের আলো : দেশে করোনার তৃতীয় ঢেউয়ে প্রায় প্রতিদিনই মৃত্যু দেড়শ’ থেকে দুইশ’র মধ্যে ওঠানামা করছে। করোনা শনাক্ত হওয়ার পর দেশে প্রতিদিন যতো মানুষের মৃত্যু হচ্ছে তার হিসাব মিলছে স্বাস্থ্য বিভাগ থেকে। তাদের নাম সরকারি তালিকায়ও থাকছে। এই সংখ্যা ছাড়াও আরও অনেকেই মারা যাচ্ছে উপসর্গ নিয়ে। করোনা শনাক্ত হওয়াদের চেয়ে বেশি মৃত্যু হচ্ছে উপসর্গ নিয়ে।

বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গে মারা যাওয়ার সংখ্যাটাও বড়। শুধু এবারই নয়, এর আগে আরও দুই দফা দেশে যখন উচ্চমাত্রার সংক্রমণ হয়েছিল, তখনো উপসর্গে মৃত্যুর হিসাবটা এমনটাই ছিল বলে জানান করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার তথ্য পর্যবেক্ষণকারী গবেষকরা।

গত কয়েক দিনে দেশে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় প্রতিদিনই শনাক্ত হওয়া মৃত্যুর সঙ্গে বাড়ছে উপসর্গে মৃত্যুও। কোনো কোনো এলাকায় শনাক্ত- মৃত্যুর পাশাপাশি উপসর্গে মৃত্যুর তথ্যও মিলছে; যারা সবাই ওই হাসপাতালগুলোর করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে (২৩শে জুন থেকে ৭ই জুলাই পর্যন্ত) হাসপাতালটিতে করোনায় এবং উপসর্গ নিয়ে মোট ২০২ জন মারা গেছেন।




Leave a Reply

Your email address will not be published.