আজহারুল ইসলাম সাদী, : প্রতিভা পড়ে রয় পথের ধুলায়… যদি না সমাজে সে প্রতিভার মূল্যয়ন হয়, তাহলে যুগে যুগে সমাজে আর জন্মাবেনা গুণীজন বা প্রতিভাবানেরা।আর যদি এই স্বাধীন রাষ্ট্রে প্রতিভাবানদের মূল্যায়ন না হয়, তাহলে সমাজ রাষ্ট্র আরো পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।এমনই এক প্রতিভাবান তার কৃতিত্বের স্বীকৃতি বা মূল্যায়ন না পেয়ে কালের গহব্বরের হারিয়ে যেতে বসেছে।সমাজ রাষ্ট্রের দায়িত্ব এই সকল প্রতিভাবানদের সঠিক মূল্যায়ন করে স্বীকৃতি দেয়া।বলছিলাম এক আজ পাড়া গাঁয়ের কাঠ মিস্ত্রির কথা.. যিনি পাঁচথুপি বাজারের কাঠ মিস্ত্রি ওলী আহম্মেদ।সে তার আপন শিল্প কর্মে ফুটিয়ে তুলেছেন অসংখ্য চিত্রকর্ম।বিশেষ করে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান ডিজিটাল বাংলাদেশের রুপুকার প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের নিখুঁত প্রতিচ্ছবি তিনি তৈরি করে ত্যাক লাগিয়ে দিয়েছেন‌!বিষয়টি বারবার পত্রিকায় এলেও তরুণ শিল্পীর ভাগ্যে জোটেনি কোন স্বীকৃতি কিম্বা বিশেষ সম্মাননা?এই প্রতিভাবান গুণী শিল্পীর বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার পাঁচথুপি বাজারে।সেখানেই তার দোকানে এই সব কাঠের কারুকার্য তৈরি করে থাকেন।তার এই কারুকাজ পরিদর্শন করেন বগুড়ার ধুনট এর সংসদ সদস্য বগুড়া-৫ আসনের হাবিবুর রহমান।তিনি তার এই অসাধারণ কীর্তি কর্মে মুগ্ধ হয়ে আস্বাস্ত করে ছিলেন।সে সময় তিনি আশার আলো দেখলে ও আজও সংসদ সদস্যের আসস্তের কোন বাস্তবায়ন প্রতিফলিত হইনি?এই প্রতিভাবান শিল্পী’র দাবি অন্তত পক্ষে তার নিজ এলাকা ধুনট প্রশাসনের দৃষ্টি গোচর হোক।আর একজন প্রতিভাবান শিল্পীকে তার কাজের জন্য যোগ্য হিসেবে মর্যাদা দেয়া হোক।প্রকৃত গুণী জনেরা প্রকৃত অর্থে স্বীকৃত হলে তাদের প্রতিভাবনতার মর্যাদা আরো বহুগুণে বৃদ্ধি পায়, ফলে সে নিজ তথা তার দ্বারা রাষ্ট্র আরো উন্নত হয়।তাই আমাদের সমাজ রাষ্ট্রের উচিৎ সঠিক সময় প্রকৃত গুণী শিল্পী দের মূল্যায়ন করা।




Leave a Reply

Your email address will not be published.