সমাজের আলো : ১৯৭৪ সালের এই সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে বাঙালি জাতির পিতা জাতিসংঘের সাধারণ পরিষদে ‘মানুষের শান্তি ও ন্যায়বিচার লাভের আকাক্সক্ষা’ প্রতিফলিত হয় এমন এক মানবিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। যে ব্যবস্থায় শঙ্কামুক্ত এক বিশ্বে ‘মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য’ অর্জনের পরিবেশ তৈরি করা সম্ভব হবে। সেই বিশ্বে ‘এমন কল্যাণের দার খুলে দেওয়া যাবে যেখানে প্রত্যেক মানুষ সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা লাভ করবে।’ এমন একটি ন্যায়সঙ্গত বিশ্ব গড়ার জন্য অস্ত্রের নয়, তিনি ‘যুক্তির শক্তি’কে ব্যবহার করে এমন এক ব্যবস্থার পক্ষে ছিলেন যেখানে ‘বিশ্বের প্রতিটি মানুষ যাতে তার ব্যক্তিত্বের বিকাশ ও মর্যাদার উপযোগী অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার ভোগ করতে পারে।’ এই সুযোগ যেন মুষ্টিমেয় মানুষ ভোগ না করে সেদিকেও তার নজর ছিল। শুধু বিশ্বব্যবস্থা নয়, তিনি তার পরিকল্পিত উন্নয়ন উদ্যোগের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে গণমুখী করার জন্য ব্যাপক সংস্কারে হাত দিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য এমন একজন বিশ্বমানের দরদি নেতার নেতৃত্ব থেকে আমরা পঁচাত্তরের এক কালরাতে শারীরিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাই। তবে তার মানবিক দর্শনকে আমরা অন্তরে বহন করেছি বলেই সব প্রতিকূলতা পায়ে দলে আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরে পেয়েছি।




Leave a Reply

Your email address will not be published.