সমাজের আলো: শিক্ষাই জাতির মেরুদণ্ড। একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার কারিগর হলেন শিক্ষক। তাই শিক্ষকতাকে বলা হয় মহান পেশা। কিন্তু সেই শিক্ষকই জালিয়াতির মাধ্যমে পাওয়া সনদে চাকরি করে যাচ্ছেন বছরের পর বছর। জাল সনদে চাকরি পাওয়ার ঘটনা নতুন নয়। তবে আশ্চর্যের বিষয় এক কলেজেই জাল সনদে চাকরি করছেন আট শিক্ষক। কয়েক বছর ধরে জাল সনদে এতজন শিক্ষক চাকরি করলেও নজরে আসেনি কর্তৃপক্ষের। দেশের যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ ছিল না, সেগুলোতে একটি করে বেসরকারি কলেজকে জাতীয়করণ বা সরকারি করা হয়েছে। এই কলেজগুলো সরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৬ সালে। পরে বিভিন্ন ধাপ পেরিয়ে ২০১৮ সালের ১২ আগস্ট দেশের ২৭১টি বেসরকারি কলেজকে সরকারি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে-পরে আরও ৩২টি কলেজ জাতীয়করণ হয়। কলেজ সরকারি হলেও এখনো সরকারি বেতন-ভাতাসহ অনান্য সুযোগ সুবিধা পাচ্ছেন না কলেজগুলোর শিক্ষক-কর্মচারীরা। কারণ সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের সব সনদ যাচাই-বাছাই করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) যাচাই-বাছাই করার পর এখন মন্ত্রণালয়ে আবার যাচাই-বাছাই করছে। শিক্ষকদের সব সনদ যাচাই-বাছাইয়ের কাজটি করছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আর যাচাই করতে গিয়েই সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের ৮ শিক্ষকের সনদের গড়মিল পেয়েছেন তারা। সংশ্লিষ্ট শিক্ষকদের সনদগুলো ভুয়া এবং জাল জালিয়াতি মাধ্যমে তৈরি করা। তাই যাচাই-বাছাই শেষে ওই ৮ শিক্ষকের সনদ ভুয়া উল্লেখ্য করে সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছে এনটিআরসিএ। ওই চিঠিতে শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মামলা করার জন্যও বলা হয়েছে। একই সঙ্গে সেই চিঠির একটি অনুলিপি পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.