সমাজের আলো : এনজিওর মামলায় থানায় মা, বাড়িতে কাঁদছে ৬ মাসের শিশু গাজীপুরের শ্রীপুরে এনজিওর ঋণের টাকা পরিশোধের পরও শাহনাজ পারভীন নামের এক গৃহবধূকে ধরে নিয়ে গেছে পুলিশ। মাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় ছয় মাসের দুগ্ধপোষ্য শিশুটি অনবরত কান্না করছে। সোমবার (২৬ জুলাই) বিকেলে স্থানীয় টিএমএসএস নামের এনজিওর করা মামলায় তাকে গ্রেফতার করা হয় তিনি শ্রীপুরের বারতোপা এলাকার নুরুল আমিনের স্ত্রী। গৃহবধূর স্বামী নুরুল আমীন বলেন, ‘২০১৭ সালে শাহনাজ পারভীন স্বামীকে সহায়তার জন্য টিএমএসএস নামের ওই এনজিও থেকে এক লাখ টাকা ঋণ গ্রহণ করেছিলেন। যা মেয়াদান্তে একলাখ ১০ হাজার টাকা পরিশোধ করার কথা ছিল। কিস্তির সমস্ত টাকা বিনিয়োগ করেছিলেন ব্যবসায়। প্রতিমাসে ৯ হাজার ৫০০ টাকা করে কিস্তিও পরিশোধ করতেন নিয়মিত। একসময় নানা ধরনের প্রতিবন্ধকতায় দুটি কিস্তি দিতে ব্যর্থ হয়েছিলেন। পরে এনজিওকর্মীর চাপে দুইমাস পরই তা দিয়ে ঋণ পরিশোধ করেন শাহনাজ পারভীন।’ তিনি বলেন, ‘এসময় এনজিও থেকে আমাদের ঋণ পরিশোধের প্রত্যয়ন ও দেয়। যদিও পরে তারা আমার স্ত্রীর নামে মামলা করেন। এ মামলার বিষয়ে আমরা কেউ কিছু জানতাম না। হঠাৎ করে শ্রীপুর থানা পুলিশ গিয়ে আমার স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।’




Leave a Reply

Your email address will not be published.